রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩


@@@ Facebook থেকে টাকা income করেন খুব সহজে @@@

আজ আমি ১৫ ইউরো পেয়েছি তাই আপনাদের আজ বলবো কি ভাবে আমি ইউরো টা পেলাম । খুব সহজ ভাবে ফান নামক একটি Social সাইট আছে এখানে ফেছবুক , টুইটার , গোগল , ইউটোব , ট্রফিকস এড থাকে আপনাকে শুধু এগুলো লাইক করতে হবে । আর এই ইউরো পাবেন পেজার মাধ্যমে বাংলাদেশের যে কোন ব্যাংক থেকে ।

আমি পেজা থেকে যে ইউরো পেয়েছি তা ছবিতে দেখানো হলো । ১ টি আইডি থেকে আপনি মাসে ১৫ ইউরো বাংলা ১৫০০ টাকা পাবেন আপনি চাইলে ১০০ টা আইডি খুলতে পারবনে এই কাজে ৫ পয়সা দরকার হয় না আমি ৪ টা আইডিতে কাজ করি মাসে ৪৫০০ টাকা পায় জীবনে অনেক ঠেকা খাইছি এবার পেলাম আসল জিনিস তাও আবার ফ্রি । 

Details :

http://tipsbd4u.blogspot.com/2013/09/make-money-with-facebook-and.html

payment proof :



















আপনারা সবাই www.himel1.blogspot.com  এই সাইট এর সাথে থাকেন ।
আরও অনেক কিছু জানতে পারবেন ।



BANGLALINK FREE FB. Eta ey setting ey chalan ..... 100 % work korbe.. proxy: 141.0.11.241 port:80 apn:blweb jekono operamini colbe
Robi তে ১০ টাকা এডবান্সপ্রথমে এটা ডায়েল করুন*8999*27# ২য় এটা ডায়েল করুন*8444*2# বেলেন্স দেখতে এটা ডায়েল করুন *8444# 
Robi তে ১০ টাকা এডবান্সপ্রথমে এটা ডায়েল করুন*8999*27# ২য় এটা ডায়েল করুন*8444*2# বেলেন্স দেখতে এটা ডায়েল করুন *8444# 

Banglalink FreeNet On
Java Phone . . প্রথমেই Java s40
user নিচ
থেকে Prov file
টা ডাওনলোড করুন।
Free Net By Masum.prov
তারপর সেটা আপনার বন্ধুর
চায়না অথবা সিম্বিয়ান
ফোনে পাঠান এবং সেখান
থেকে আপনার ফোনে।তারপর
save করুন। তারপর
Settings=>configuration=>
থেকে Free by masum
ahamed select করুন।
নিচ থেকে Active default in
all app active করুন। Symbian chaina android
settings
Name: free by Masum
Proxy: 80.239.242.241
Port:80
apn:blinternet Homepage: simtipsbd.tk
এখন আসল কাজ।।
এখন আপনার ফোন Opera mini
এর যেকোন অফিসিয়াল ভার্সন
ডাওনলোড করে ইনস্টল দিন।
অথবা ফোনে যেকোন ভার্সন থাকলেই হবে।আমি Opera 7.1
or 4.5 suggest করবো।কারন এই
২ টায় Resume সাপোর্ট
করে ডাওনলোডে।
যাইহোক ডাওনলোড করার পর
আমার দেয়া সেটিংস দিয়ে ইনস্টল দিন।
মোবাইলে টাকা রাখাযাবে কিনা পরে জানাবো তবে না থাকলেই
ভালো।
দেখবেন ওপেরা ইনস্টল হবে।
তারপর Go to address এ লিখুন
0.facebook.com/l.php?u= simtipsbd.tk একটা পেইজ
আসবে এবং কনফার্ম
করতে বলবে।Confirm করবেন।
দেখবেন যে সাইটের লিংক
দিছেন সেটা ওপেন হবে।
তারপর ভিতরে গিয়ে ক্লিক করে করে ডাইরেক্ট ফাইলের
ডাওনলোড লিংক খুজে বের
করে আনলিমিটেড
ডাওনলোডকরুন।
এইভাবে যেকোন সাইট
থেকে ডাওনলোড করুন ইচ্ছামতো।
full fb with photo ব্যবহার
করতে চাইলে লিখুন।
0.facebook.com/l.php?
u=m.facebook.com
ভালো থাকুন সর্বোপরি http://www.himel1.blogapot.comএর সাথে থাকুন।
আমি  হিমেল
আপনাদের জন্য
সবসময় নতুন ট্রিক
নিয়ে হাজির হব । আমার সাথে থাকুন ।
আপনি যদি এটা না জানেন,
তবে 100 % sure চমকাইবেন । কি ?? তাহলে শুরু করি...
আপনি কি জানেন আপনি মুখ
দিয়ে যা বলবেন
আপনার পিসি তাই লিখবে, কোন
সফটওয়্যার
ছাড়াই ??? Windows 7, 8 এর জন্য প্রথমেControl Panel-এ
ঢুকুন ।
এরপরSpeech Recognition-এ
ক্লিক
করুন ।
এরপরStart Speech Recognition-
এ ক্লিক করুন ।
এরপর এমন একটা বার আসবে...
যদি Off থাকে, On করে নিন...
এবারMicrosoft Wordবের করুন
এবং আপনি যা বলবেন এটাতাই লিখবে (English Only)
Windows XP এর জন্য
Control Panel-এ ঢুকে,Region &
Language-এ ক্লিক করুন ।
এরপর একটা নতুন Window
আসবে । সেখান থেকে,LanguageTab-এ
ক্লিক
করুন ।
এরপর ক্লিক করুনDetails-এ ।
নিচেLanguage Bar- এ ক্লিক
করুন । প্রথম আর দ্বিতীয়টাতে টিক দিন । OK
করুন ।
এবারAdvancedTab-এ ক্লিক
করে দুইটাই টিক তুলে দিন ।
OK করুন ।
এবার দেখুন Taskbar- এMicrophoneএসেছে ।
কথা বলুন, আর মজা দেখুন ...
কি বলেছিলাম
না চমকাইবেন !!!
কেমন লাগলো একটা কমেন্ট
করবেন । ধন্যবাদ

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩


এবার একটু কাঁদিয়ে ছাড়ুন আপনার কম্পিউটার সম্পর্কে কম জানা বন্ধুকে 


সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন
আজকে আমি আপনাদে টি প্রাঙ্ক কোড দেব
এই কোড গুলা কপি করে নোটপ্যাড সেভ করলেই দেখতে পারবেন মজা
ভয় পাবেন না এটা শুদু মজা করার জন্য। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর সব টিক হয়ে যাবে। আর
আপনার কাজ হল আমার দেওয়া কোড গুলা শুদ নোটপ্যাড সেভ করে রান করা………
তাহলে দেখুন

সিডি /ডিভিডি রম বারবার খুলবে & বন্ধ হবে


এর জন্য Notepad নিচের কোড টাইপ করুন-
Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
এবার সেভ করুন  “Anyname.VBS” নামে এবং চালু করে মজা দেখুন

বিভিন্ন Message বারবার দেখাবে:

এর জন্য Notepad নিচের কোড টাইপ করুন-
@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg *  Yes I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
এবার সেভ করুন  “Anyname.BAT” নামে এবং এর পর ফাইল টা চালু করে মজা দেখুন

কম্পিউটারে শাট-ডাউন এর ম্যাসেজ দিবে এবং বন্ধ হয়ে যাবে


এর জন্য Notepad নিচের কোড টাইপ করুন-
@echo off
msg * I don’t like you
shutdown -c “Error! You are too stupid!” -s
এবার সেভ করুন  “Anyname.BAT” নামে এবং চালু করে মজা দেখুন
আজ আর নয় সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন
***লেখকঃ মোঃ সানোয়ার হোসেন হিমেল***
  ****টেকনোলজিঃ কম্পিউটার ****
**** মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট****


সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের শিখাবো কিভাবে software ছাড়া windows 7 instal  (Pen drive এর মাধমে ) করা যায় খুব সহজে কাজ টি করা যায় এজন্য একটি 4GB/8GB
Pendrive এর প্রয়োজন হবে কেননা win7 install বাদে file size . গিগা মত প্রথমে USB তে pendrive সংযোগ করুন ,এরপর আপনি RUN open ( win+R)করুন  এবং cmd লিখুন এতে command promot ওপেন হবে ভয় পেয়েন না এটা কোন দক্ষতা ছাড়া করা যায় command promot ওপেন হওয়ার পর লিখুন
Diskpart         ( Disk partition open হবে ) এরপর লিখুন
List disk          (Disk এর তালিকা দেখাবে )   এরপর লিখুন
Select disk 1  ( এক্ষেত্রে এখানে দুটি Disk দেখাবে ) এরপর লিখুন
Clean                    ( এক্ষেত্রে Disk পরিষ্কার করবে )   এরপর লিখুন
Create partition primary    ( primary partition create করবে  ) এরপর লিখুন
Format recommended    ( pendrive Format করবে ) এরপর লিখুন
Active                     ( primary partition on করবে )
Exit                                    ( programme বন্ধ হবে
এবার আপনি win 7 এর Disk / Hardisk  রাখা win 7  file সব কপি করে pendrive  পেস্ট করুন ব্যাস কাজ শেষ এখন আপনি Restart  করুন এবং Bootএর সময় দেখিয়ে দিন USB drive দেখুন ইন্সটল হওয়া শুরু হবে  Boot menu সাধারণত Delete/ F10/ F12 motherboard অনুসারে open হয়
সুবিধা :
 Disk এর থেকে কিছুটা দ্রুত ইন্সটল হয়
 Windows Server 2008 & Windows Server 2008 R2 ইন্সটল করা যায়
Windows Vista ইন্সটল করা যায়
নোট :
Boot  problem এর জন্য I:\Boot\Bootsect.exe /NT60 I: command দিন
( এখানে I:  হচ্ছে pendrive)

সর্বপ্রথম Pendrive টি NTFS Format করে নিবেন  
আশা করি সমস্যা হবে না
***লেখকঃ মোঃ সানোয়ার হোসেন হিমেল***
  ****টেকনোলজিঃ কম্পিউটার ****
**** মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট****

Join our Policy Refreshers - Inside AdSense

Join our Policy Refreshers - Inside AdSense

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

Income


মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

ফ্রিল্যান্সিং কাজের জন্য আবেদন করেন


ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হলে সফলতা পেতে কিছু সময় লাগে । কারণ,এসব সাইটে একটি কাজের জন্য অনেকেই বিড/বায়ার শুধুমাত্র একজনকে নির্বাচিত করেনএক্ষেত্রে নুতন ফ্রিল্যান্সারদের কাজ পেতে  বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় অনেকে ধৈর্য হারিয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেন। (অবশ্য সঠিক গাইডলাইন ও  আন্তরিক প্রচেষ্টা থাকলে এসব সাইটেও সফল হওয়া সম্ভব) অনেকেই আবার মনে মনে ভাবেন ইসযদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত !  হ্যাঁ,আজকে আপনাদের সামনে এমনই একটি মার্কেটপ্লেস সম্পর্কে বলবযেখানে কাজ পেতে কোন বিড করতে হয় না। যে কোন মূহু্র্তে ফ্রি রেজিস্ট্রেশন করে  কাজ শুরু করে দিতে পারেন উপরোন্তউক্ত সাইটে সাইন আপ করলেই পাবেন ১ ডলারসাইটটির নাম www.microworkers.com, এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। বাংলাদেশেরঅনেকেই এ সাইটে সফলতার সাথে কাজ করে হাতে টাকা পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে এ সাইটে কাজ করছি। সাইটে আমার বেশকিছু ডলারজমা হয়েছে 
সাইটের কাজগুলো ছোট ছোট ও খুবই সহজডাটা এন্ট্রি টাইপের কাজ। খুবই অল্প সময়েআপনি উপার্জন করতে পারেন ভাল পরিমান কিছু অর্থযা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও যারা নুতন ফ্রিল্যান্সারএখনও কম্পিউটারের বিভিন্ন কোর্সে পরিপূর্ণ দক্ষ হতে পারেননিতারা অনলাইন আয়ের জগতে কিছুটা পদচারণা শুরু করতে পারেন । আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা .........
নিয়মাবলী:
১. একটি কাজ মাত্র একবার করতে পারবেন,তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ
২. প্রতিটি কাজের সাথে দেয়া থাকবে নির্ধারিত সময়যে সময়ের মধ্যেই আপনার কাজকে সমাপ্ত করতে হবে
৩. প্রথমে ৫টি কাজ করে আপনার সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি ১-৩০ দিনের মধ্যে কাজ করতে পারবেন না
৪. আয়ের পরিমান ৯ ডলার পূর্ন হলেই চেক,মানিবুকার্সপেপাল এবং এলার্টপে এর মাধ্যমে টাকা তোলা যায়। এক্ষেত্রে গুগল এ্যাডসেন্সের মত আপনার ঠিকানাকে প্রথমে ভেরিফাই করা হবে একটি পিন নম্বর পাঠানোর এর মাধ্যমে। যা পরবর্তীতে সাইটে জমা দিতে হবে
৫. টাকা উত্তোলনের সময় চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলারপেপালের ক্ষেত্রে ৬%মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়
৬. সাইটে যে কাজ করবে সে Worker এবং যে কাজ দিবে তাকে Employer হিসেবে আখ্যায়িত করা হয়
৭. সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করে করতে হবে
 কার্যাবলী:
১. লগইন করে সাইটে প্রবেশ করুন
২. যদি আপনি নতুন ইউজার হন তবে নিউ বাটনে ক্লিক করে নতুনদের জন্য নির্ধারিত কাজগুলো ওপেন করুন
৩. কাজের বিস্তারিত বর্ননা দেখতে নিচের কাজগুলো থেকে যেকোন একটি কাজে ক্লিক করুন
৪. এখানে পূর্বে কত জন কাজটি নিয়েছেকাজটি করতে কত সময় লাগবেকাজটি সফলভাবে করতে পারলে কত পরিশোধ করা হবেইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা হয়েছে
৫. কিভাবে কাজটি করতে হবে এ সম্পর্কে পুরো ব্যাখ্যা দেয়া হয়েছে “What is expected from workers?” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা হয়েছেযা ভালভাবে বুঝে কাজটি সমাপ্ত করতে পারব এরকম মনে হলে “I accept this job ” নিচের অপশনে ক্লিক এর মাধ্যমে কাজটি নেয়া যাবে। “I accept this job”এখানে ক্লিক করলে একটি ঘর পাওয়া যাবে যেখান কাজের সত্যতার প্রমান সাবমিট করতে হবে। আর এই সত্যতার প্রমান দিতে হবেEmployer এর ইচ্ছে অনুযায়ীযেটি সে জানিয়ে দিয়েছে “Required proof that task was finished?” এই অংশে। কাজটি করতে পারব না এমন মনে হলে Not interested in this job ক্লিক করে বের হয়ে আসুন
 কাজের ধরন:
1. Signup: এ কাজটি অত্যন্ত সহজ একটি কাজএখানে একটি সাইটের ঠিকানা দেয়া থাকবেসেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ব্যাস কাজ শেষতবে আমাদের দেশে বেশিরভাগ শেয়ারিং আইপি ব্যবহৃত হয় বলে কাজটি সমাপ্ত করতে সমস্যা হতে পারে। আপনার আইপি দেখে নিন
2. Twitter: টুইটারে যদি আপনার একটিএকাউন্ট থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতেপারবেন হতে পারে আপনার টুইটার পেজেএকটি রিভিউ লিখতে হবে  পাশাপাশি তাদেরএকটি লিংকও রিভিউ এর মধ্যে দিতে হতেপারে তবে সবটাই নির্ভর করবে Employer এর চাহিদার ওপর
3. Blog/Website Owners: আপনার যদি একটি নিজস্ব ওয়েব সাইট থাকে এবং আপনি যদি নির্দিষ্ট বিষয়ের ওপর article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি এ কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি ৫০ শব্দের আর্টিকেল লিখে পেতে পারেন $0.25 – $0.80 ডলার
4. Textlink required: এ কাজটি করতেও বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব ওয়েব সাইট দরকার হয়ে থাকে। তবে কাজটি অত্যন্ত সহজEmployer এর চাহিদা অনুযায়ী আপনার সাইটে একটি লিংক ব্যবহার করলেই কাজ শেষ। এক্ষেত্রে বেশিরভাগ Employer PR1 কিংবা তার ওপরেঅবস্থানকৃত সাইট চায়। দেখে নিন আপনার সাইটের পেজ র‌্যাংক 
5. Yahoo Answers: ইয়াহু এর একটি সাইট হচ্ছে ইয়াহু এ্যান্সার। এখানে বিভিন্ন প্রশ্নের এ্যান্সার করে লেভেলকে বৃদ্ধি করা যায়। সাধারনতEmployer এ কাজের জন্য লেভেল টু আছে এমন ব্যক্তিদের খোঁজ করে। এখানে প্রশ্নের answer এর মধ্যে Employer এর নির্দিষ্ট লিংক দিতে বলা হয়
৬. Forums: এক্ষেত্রে একটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। তবে সাইটের বিষয়বস্তু অবশ্যইEmployer বলে দিবে। এই সাইটে রেজিষ্ট্রেশন করে তাদের একটি লিংক Signature হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি কিছু কমেন্টও লিখতে হতে পারে
 পরামর্শ:
১. একটি কম্পিউউটার থেকে একটি একাউন্ট করাটাই ভাল
২. কখনো ৫টি কাজে সফলতার হার ৭৫% এর নিচে নেমে গেলে দু-চার দিন অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে
৩. যে সকল কাজে আইপি এড্রেস দিতে হয় বা এক আইপি থেকে দুবার ব্যবহার করা যাবে না সে সব কাজ না করাই ভাল যেমন: sign upকারনআমাদের দেশে টেলিকম এর মাধ্যমে ব্যবহৃত ইন্টারনেট এর আইপি শেয়ারিং করা হয়ে থাকে
উপরের সকল বিষয়গুলো ভালভাবে বিবেচনা করে যদি কাজ শুরু করেন তবে অবশ্যই একটা ভাল ফলাফল পাবেন ইনশাল্লাহ